তাপস মজুমদার, কল্যাণগড়, উত্তর ২৪ পরগনা
গোরা নট্ট। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকার কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলের আংশিক সময়ের শিক্ষক। গোরা স্যার নামে পরিচিত। তাঁর ছাত্রছাত্রীরা একটু দেরিতে হলেও শিক্ষক দিবস উদযাপনে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল। গত রবিবার দিনভর নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল গোরা স্যারের ছাত্রছাত্রীরা। এদিন সকালে ‘গাছ আমাদের পরম বন্ধু’, ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ লেখা প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য এক শোভাযাত্রা সংগঠিত করে তারা। গোরা স্যারের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। হাজার হাজার ছাত্রছাত্রীর এই শোভাযাত্রা থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিন বিকেলে ছিল গুণীজন সংবর্ধনা, বস্ত্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সংবর্ধিত করে গোরা স্যারের ছাত্রছাত্রীরা।