নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ে নজরুল বিষয়ক কর্মশালা 

ওয়েব ডেস্ক : ‛কাজী নজরুল ইসলামের সৃষ্টির বহুমুখিতা, জীবনযাত্রা নিয়ে শুধুমাত্র শীততাপনিয়ন্ত্রিত ঘরে বিদগ্ধদের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর সৃষ্টিতে যে সাম্যবাদ, শ্রমজীবী-কৃষিজীবী-মৎস্যজীবীদের নিয়ে তাঁর রচনা, নারীর প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা সর্বোপরি আন্তর্জাতিকতা রয়েছে, তাকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে।’ একথা বলেছেন ‛নজরুল চর্চা কেন্দ্র, বারাসাত’-এর সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন। বুধবার অশোকনগরের ‛নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একটি নজরুল বিষয়ক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন তিনি। এদিন তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন এবং মাঝে মাঝে কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন তাদের। সঠিক উত্তরদাতাদের ‛নজরুল চর্চা কেন্দ্র বারাসাত’-এর পক্ষ থেকে উৎসাহ-উপহার হিসেবে কলম তুলে দেন নজরুল চর্চা কেন্দ্রের সম্পাদক শাহজাহান মন্ডল, সহসভাপতি স্বপন ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপিকা সুজাতা দে, রুমা চক্রবর্তী বাগচী, তমালিকা কুন্ডু ও বিদ‍্যালয়ের প্রধানশিক্ষক সমীর ঘোষ। নজরুল চর্চা কেন্দ্রের সদস্যদের স্বাগত জানিয়ে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানশিক্ষক। অনুষ্ঠানে হাজির সংগঠনের সদস‍্যরা ছাড়াও একজন অভিভাবিকাসহ বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা কাজী নজরুল ইসলামের কবিতা ও গান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য তারা জানতে পেরেছে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক শাহজাহান মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতা হালদার।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মালবাজারে ভাসানে গিয়ে হড়পা বানে মৃত ৮, নিখোঁজ অনেক

Thu Oct 6 , 2022
সুকুমার রঞ্জন সরকার, মালবাজার জলপাইগুড়ি জেলার মালবাজারে মাল নদীতে দূর্গাপ্রতিমা ভাসানের আচমকাই চলে আসে হড়পা বান। জলের প্রচন্ড স্রোত ভাসিয়ে নিয়ে যায় ভাসানে নদীতে নামা অনেককে। বুধবার রাতের ঘটনা। এই খবর লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ৮, নিখোঁজ অনেক। উদ্ধারকাজ চলছে। পাহাড়ী নদীতে হড়পা বান আসে, তা সত্বেও প্রশাসন সতর্কতা গ্রহণ […]

You May Like

Breaking News