ওয়েব ডেস্ক : নিউমার্কেট থেকে চৌরঙ্গি মোড়।আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় বিসর্জনের শোভাযাত্রা দুর্গাপুজোর কার্নিভাল হবে অশোকনগরে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কার্নিভালে ২৫টিরও বেশি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলে খবর। জানা গিয়েছে, কার্নিভালে অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকার বিভিন্ন দুর্গোৎসব কমিটির পাশাপাশি হাবরা ২ নং ব্লকের গ্রামাঞ্চলের একাধিক পুজো কমিটিও যোগ দেবে। আকর্ষণীয় ট্যাবলো-সহ বিভিন্ন পুজো কমিটির এই কার্নিভাল নাগরিকদের মধ্যে সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। কার্নিভালে বিধায়ক ছাড়াও হাজির থাকবেন হাবরা পুলিশ মহকুমার এসডিপিও রোহেদ শেখ, অশোকনগর থানার ওসি অয়ন চক্রবর্তী, অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, পুরপ্রধান পরিষদ সদস্য সমীর দত্ত, কৃষ্ণা চক্রবর্তী-সহ বিভিন্ন কাউন্সিলার ও বিভিন্ন পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপ্রেরণায় কাল বিকেল ৪টেয় হাবরাতেও বিসর্জনের শোভাযাত্রা দুর্গাপুজোর কার্নিভাল হবে। এই কার্নিভালের আয়োজক হাবরা পুরসভা ও হাবরা থানা উৎসব সমন্বয় কমিটি। এ খবর জানিয়েছেন হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা।
Next Post
বাঙালির আবেগ ও ভালোবাসার নাম সৌরভ
Thu Oct 13 , 2022
দেবাশীষ মজুমদার রাজ্যের বামফ্রন্ট সরকারের মন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির মেয়রও ছিলেন তিনি। তাঁর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক রাজনীতিতে ‘র’ না বোঝা মানুষও জানেন।শাসন ক্ষমতার পরিবর্তন, শাসক তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস জোট। বাংলার ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ গাঙ্গুলি। সমস্ত নিয়ম কানুন ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদান্যতায় […]
