মালবাজারে ভাসানে গিয়ে হড়পা বানে মৃত ৮, নিখোঁজ অনেক

সুকুমার রঞ্জন সরকার, মালবাজার

জলপাইগুড়ি জেলার মালবাজারে মাল নদীতে দূর্গাপ্রতিমা ভাসানের আচমকাই চলে আসে হড়পা বান। জলের প্রচন্ড স্রোত ভাসিয়ে নিয়ে যায় ভাসানে নদীতে নামা অনেককে। বুধবার রাতের ঘটনা। এই খবর লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ৮, নিখোঁজ অনেক। উদ্ধারকাজ চলছে। পাহাড়ী নদীতে হড়পা বান আসে, তা সত্বেও প্রশাসন সতর্কতা গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনার জন্য জেলায় জেলায় বিসর্জনের কার্নিভাল বন্ধেরও দাবি উঠেছে। মালবাজার-সহ উত্তরবঙ্গ জুড়ে শোকের ছায়া নেমেছে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সারা বাংলায় বিসর্জন, আর অন্য দুর্গার বোধন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়

Thu Oct 6 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে বাংলার শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোর সমাপ্তি ঘটে। দেবী দূর্গা মেয়ে রূপে অশুভ শক্তির বিনাশিনী, মহিষাসুরমর্দিনী এবং সর্বমঙ্গলা রূপে ৪ দিন পুজো পান। এরপর বিজয়া দশমীর দিন সবাইকে চোখের জলে ভাসিয়ে ফের পতিগৃহের উদ্দ্যেশ্য যাত্রা করেন। কিন্তু উত্তরবঙ্গের আম জনতার হৃদয় সায় দেয় না […]

You May Like

Breaking News