সুকুমার রঞ্জন সরকার, মালবাজার
জলপাইগুড়ি জেলার মালবাজারে মাল নদীতে দূর্গাপ্রতিমা ভাসানের আচমকাই চলে আসে হড়পা বান। জলের প্রচন্ড স্রোত ভাসিয়ে নিয়ে যায় ভাসানে নদীতে নামা অনেককে। বুধবার রাতের ঘটনা। এই খবর লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ৮, নিখোঁজ অনেক। উদ্ধারকাজ চলছে। পাহাড়ী নদীতে হড়পা বান আসে, তা সত্বেও প্রশাসন সতর্কতা গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনার জন্য জেলায় জেলায় বিসর্জনের কার্নিভাল বন্ধেরও দাবি উঠেছে। মালবাজার-সহ উত্তরবঙ্গ জুড়ে শোকের ছায়া নেমেছে।