বিরল প্রজাতির প্রাণী উদ্ধার, বন দফতরের হাতে তুলে দিলেন বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সদস্যরা

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপারা মাকালী গেট লাগোয়া এলাকা থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। জানা গেছে, ওই এলাকার বাসিন্দারা অপরিচিত প্রাণিটিকে দেখতে পেয়ে সেটিকে ধরে একটি খাঁচায় বন্দি করেন। এরপর আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার কামাখ্যাগুড়ি শাখায় খবর দেন তারা। খবর পেয়ে সংস্থার ৩ জন সদস্য রোহিত কর, উত্তম ভট্টাচার্য ও ছোটন বর্মন বন দফতরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন ও বন দফতরের হাতে তুলে দেন। বন দফতর সুত্রে খবর, প্রাণীটির নাম চাইনিজ ফেরেট ব্যাজার। এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। প্রাণীটির স্বাস্থ্যপরীক্ষা করে ফের বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনকর্মীরা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অশোকনগরে জগদ্ধাত্রী পুজোর পথ নির্দেশিকা প্রকাশ করল পুলিশ

Wed Nov 2 , 2022
ওয়েব ডেস্ক : অশোকনগর-কল্যাণগড় জগদ্ধাত্রী পুজোর পথ নির্দেশিকা প্রকাশ করল পুলিশ। মঙ্গলবার বিকেলে অশোকনগর থানায় এই পথ নির্দেশিকা প্রকাশ করেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর ও হাবরা পুলিশ মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) রোহেত শেখ। জানা গিয়েছে, বারাসাত পুলিশ জেলার পক্ষে অশোকনগর থানা […]

You May Like

Breaking News