ওয়েব ডেস্ক : অশোকনগর-কল্যাণগড় জগদ্ধাত্রী পুজোর পথ নির্দেশিকা প্রকাশ করল পুলিশ। মঙ্গলবার বিকেলে অশোকনগর থানায় এই পথ নির্দেশিকা প্রকাশ করেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর ও হাবরা পুলিশ মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) রোহেত শেখ। জানা গিয়েছে, বারাসাত পুলিশ জেলার পক্ষে অশোকনগর থানা জগদ্ধাত্রী পুজোর পথ নির্দেশিকা তৈরি করেছে। এদিন আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় এই পথ নির্দেশিকা। এক প্রশ্নের জবাবে এদিন পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি জানান, অশোকনগরে ৭৫টি জগদ্ধাত্রী পুজো হয়। এরমধ্যে বেশিরভাগ পুজো হয় অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায়। পাশাপাশি, গ্রাম পঞ্চায়েত এলাকাতেও কিছু পুজো হয়। এখানে আজ থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। বিসর্জন হবে আগামী রবিবার।
Next Post
একের পর এক টোটোর ব্যাটারি চুরি, আতঙ্কে টোটো মালিকরা
Thu Nov 3 , 2022
ওয়েব ডেস্ক : একের পর এক টোটোর ব্যাটারি চুরির ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে। সবক্ষেত্রে পুলিশের কাছে অভিযোগও হচ্ছে না। কারণ, পুলিশের ওপর আস্থা হারিয়েছেন অনেকেই। দিনদশেক আগে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক টোটো মালিকের বাড়ি থেকে টোটোর ব্যাটারি চুরি যাওয়ার পর থানায় তিনি অভিযোগ জানান। আর […]

You May Like
-
9 months ago
অভিনব উদ্যোগ, বাগানে বইমেলা-লাইব্রেরি
-
9 months ago
অবসরের দিন নিজের স্কুলকে ৭৫ হাজার টাকা দিলেন বন্দনা