ওয়েব ডেস্ক : বিনামূল্যে ৫০ জনেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করল অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর আশ্রাফাবাদে দেশবন্ধু প্রাথমিক স্কুলে স্বাস্থ্য শিবির সংগঠিত করে এই স্বেচ্ছাসেবী সংগঠন। বিপি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে বিনামূল্যে ৫০ জনেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বিনামূল্যে পরীক্ষা করা হয় ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি। স্থানীয় বাসিন্দাদের এই পরিষেবা দিতে পেরে খুশি অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থার সদস্যরা। সংস্থার প্রাক্তন সভাপতি তপন গাইন জানান, বিগত দিনে তারা একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছেন। কিন্তু এবারের আয়োজন আগের থেকে অনেক ভালো। স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বলে জানান তিনি। সেই সঙ্গে ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ থাকার জন্য আবেদন জানান। আমরা শুনে নেব, তিনি আরও কি বলেছেন, সেই সঙ্গে শুনে নেব এই স্বাস্থ্য শিবির নিয়ে স্থানীয় এক বাসিন্দার কথাও…
Next Post
নদী থেকে বালি-পাথর উত্তোলনের কাজ চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের
Thu Nov 10 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার কয়েকমাস ধরে বন্ধ রয়েছে ডুয়ার্সের সমস্ত নদী থেকে বালি ও পাথর উত্তোলনের কাজ। সরকারি নির্দেশে বর্ষার শুরুতে নদী থেকে বালি ও পাথর উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফের শুরু হয় নদী থেকে বালি ও পাথর উত্তোলনের কাজ। প্রতি বছর এই […]

You May Like
-
1 year ago
থানার পাশেই দোকানে চুরি, চাঞ্চল্য হাবরায়