ওয়েব ডেস্ক : কচিকাঁচাদের নিয়ে বিজয়া সম্মিলনী করল স্বেচ্ছাসেবী সংগঠন সুরাহা ওয়েলফেয়ার সোসাইটি ও বিশ্ব সাংস্কৃতিক পরিবার। শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার অশোকনগর মিতালী সংঘ প্রাঙ্গনে শিশুদের সমবেত সংগীত পরিবেশনের মাধ্যমে এই বিজয়া সম্মিলনীর সূচনা হয়। সম্পাদক সুস্মিতা চক্রবর্তীর নেতৃত্বে সমবেত সংগীত পরিবেশন করে শিশুরা। সংগীত, আবৃত্তি পরিবেশন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড.স্বপন কর, মিতালী সংঘের সভাপতি রণেন্দ্র দেব রায়, বঙ্গ সাহিত্য সম্মিলন-এর সম্পাদক গোপাল চক্রবর্তী প্রমুখ। হাজির ছিলেন সুরাহার কোষাধ্যক্ষ সুদীপ বসু ও অন্যান্য সদস্যরা। এদিন সুস্মিতা চক্রবর্তী জানান, সমাজের পিছিয়ে থাকা অংশের শিশুদের বা আদিবাসী শিশুদের মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির বিকাশের লক্ষ্যে কাজ করছেন তাঁরা।
Next Post
প্রাক্তন ফুটবলারের চিকিৎসায় অশোকনগর স্টেডিয়ামে খেলবেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়রা
Mon Nov 14 , 2022
ওয়েব ডেস্ক : প্রাক্তন কৃতি ফুটবলার জয়দেব চক্রবর্তী (লি)-র চিকিৎসায় সাহায্য করার জন্য অশোকনগর বিধান চন্দ্র রায় ক্রিড়াঙ্গনে খেলবেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়রা। আয়োজক অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লির চিকিৎসার জন্য আগামী রবিবার এই অ্যাসোসিয়েশন এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে। সেদিন এই খেলায় মুখোমুখি হবেন ভারতীয় দলের প্রাক্তন […]

You May Like
-
10 months ago
ত্রাতা এমবাপে, হলুদ কার্ড দেখেও জয় রোনাল্ডোদের
-
12 months ago
অসম-বাংলা সীমানায় ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ
-
10 months ago
শেষ মিনিটের গোলে হার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের