ওয়েব ডেস্ক : প্রাক্তন কৃতি ফুটবলার জয়দেব চক্রবর্তী (লি)-র চিকিৎসায় সাহায্য করার জন্য অশোকনগর বিধান চন্দ্র রায় ক্রিড়াঙ্গনে খেলবেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়রা। আয়োজক অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লির চিকিৎসার জন্য আগামী রবিবার এই অ্যাসোসিয়েশন এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে। সেদিন এই খেলায় মুখোমুখি হবেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে তৈরি দল প্লেয়ার্স ফর হিউম্যানিটি এবং অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, টিকিটের দাম করা হয়েছে ১০০ টাকা, ৫০ টাকা এবং ২০ টাকা। এই প্রদর্শনী ম্যাচে প্লেয়ার্স ফর হিউম্যানিটি দলের হয়ে খেলবেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ফুটবলাররা। আর অন্যদিকে, অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে খেলবেন কলকাতা মাঠের একাধিক তারকা ফুটবলার। অশোকনগর হাবরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরজিৎ দাস (পল) এবং সম্পাদক শঙ্কর সাধু জানান, টিকিট বিক্রি থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে জয়দেব চক্রবর্তীর হাতে। নিজেরাও টিকিট সংগ্রহ করে মাঠে ঢুকবেন বলে উল্লেখ করে এই প্রদর্শনী ম্যাচ দেখার জন্য ফুটবলপ্রেমীদের প্রতি আবেদন জানান তাঁরা।
Next Post
পুলিশ সুপারকে অভিযোগ করার ৭২ ঘণ্টা পরেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা, মেয়ের ছবি বুকে নিয়ে থানায় বিক্ষোভ মায়ের
Sun Nov 20 , 2022
ওয়েব ডেস্ক : মৃত মেয়ের ছবি বুকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন মা। সুবিচারের দাবিতে গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সবার সঙ্গে এসে থানার সামনে বসে বিক্ষোভে ফেটে পড়লেন। জানা গিয়েছে, খুড়তুতো বোন বৈশাখীর আত্মহত্যার ঘটনায় বোনের প্রেমিক এবং প্রেমিকের পরিবারের বিরুদ্ধে গত ১ নভেম্বর অশোকনগর থানায় অভিযোগ জানান কেনারাম সরকার। সঙ্গে বোনের […]

You May Like
-
9 months ago
কাতার বিশ্বকাপ, বিশেষ সিদ্ধান্ত ফিফার
-
11 months ago
ঈদ উপলক্ষে বস্ত্রদান দুর্গোৎসব কমিটির