ওয়েব ডেস্ক : দেশ পরিচালনায় আগামীদিনে নেতৃত্ব দেবে ছাত্রছাত্রীরা। ভবিষ্যতে এরা সাংসদ-বিধায়ক হবে, এরাই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সোমবার দুপুরে এমনই মন্তব্য করেন উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী রায়। উল্লেখ্য, মক পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতায় ব্লক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে তাঁর স্কুল। এরপর জেলা পর্যায়ের যুব সংসদ প্রতিযোগিতায় সেরার আসন দখল করে। সম্প্রতি ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ডিভিশনেও সেরা হয় কল্যাণগড় বালিকা বিদ্যালয়। অন্যদিকে, এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জিনিয়া সরকার হয় সেরা সাংসদ ও একাদশ শ্রেণীর ছাত্রী সপ্তমী চক্রবর্তী হয় সেরা মহিলা সাংসদ আর সেরা স্ক্রিপ্ট রাইটার হন ইংরেজির শিক্ষিকা তনুশ্রী ব্যানার্জি। এদিন নিজের বিদ্যালয়ের এই সাফল্যের খবর জানান কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী রায়। এবার তাঁর বিদ্যালয়ের ছাত্রীরা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানেও সেরার আসন তাঁর স্কুল দখল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান শিক্ষিকা বলেন, আমি এই সাফল্যে ভীষণ খুশি এবং আনন্দিত ও গর্বিত। আমাদের সকল দিদিরা টিচার্স এবং স্টাফরা, বিদ্যালয়ের পরিচালন সমিতি সকলেই আমরা খুশি। আমাদের আরও একটা কমপিটিশনে যেতে হবে, সেখানেও যাতে আমাদের ছাত্রীরা সুস্থভাবে যেতে পারে এবং জয়ী হতে পারে সেই আশীর্বাদ সকলের কাছে চাইছি । পাশাপাশি, শিক্ষিকা তনুশ্রী ব্যানার্জি জানান, ছাত্রীরা যে বিষয়গুলো ভাবতে পারে, স্ক্রিপ্টে তিনি তেমন বিষয়ের প্রতিই জোর দিয়েছেন। ছাত্রীদের ডেডিকেশন, স্যাক্রিফাইস এবং পরিশ্রমই এই সাফল্য এনে দিয়েছে বলে দাবি করেন তিনি।
Next Post
গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও সহ বিভিন্ন দাবিতে বামেদের পদযাত্রা
Fri Nov 25 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও-সহ বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগানে পদযাত্রা করল বামেরা। সিপিআইএম দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস জানান, এই মুহূর্তে রাজ্যে দুর্নীতিবাজ সরকারের শাসন চলছে। বাংলাকে এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসে […]

You May Like
-
10 months ago
প্রেমের টানে মার্কিন যুবক বাংলাদেশের গাজীপুরে