ওয়েব ডেস্ক : বিজেপি মন্ডল সভাপতির মাতৃবিয়োগের পরে তার বাড়ি গিয়ে সৌজন্যতা দেখিয়েছিলেন অশোকনগরে বিধায়ক নারায়ণ গোস্বামী । সেই ধারা বজায় রইল। অশোকনগরে সৌজন্যতার সেই ধারা অব্যাহত রাখলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। হাবরা ২ নম্বর ব্লকের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া গ্রামে সোমবার ফিরে এলো সৌজন্যতার সেই চিত্র। ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্য শাজাহান মল্লিক এদিন দেখা করলেন সিপিএমের সক্রিয় কর্মী রফিক মন্ডলের সঙ্গে। রফিকের স্ত্রী সালেহা বিবি দুরারোগ্য রোগে আক্রান্ত। তাকে দেখে ফল, হরলিক্স এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন শাজাহান। বাড়ির উঠোনে দাঁড়িয়ে মুগ্ধ রফিক বললেন, হানাহানি নয়, সৌজন্যতার রাজনীতি থাকুক। অন্যদিকে, পাশে থাকবেন আশ্বাস দিলেন শাজাহান। এদিন রফিক মণ্ডলের বাড়িতে তাঁর অসুস্থ স্ত্রীর খোঁজখবর নেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। চিকিৎসার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন। শাজাহান বলেন, মানুষের একটাই পরিচয় সে মানুষ। তাই মানুষের বিপদে পাশে থাকা মানুষেরই কাজ। গুরুতর অসুস্থ স্ত্রীকে নিয়ে বিপদের মধ্যে রয়েছে রফিক। আমরা তাঁর পাশে আছি। পাশে আছেন আমাদের বিধায়ক। পাশে আছে আমাদের সরকার। মুগ্ধ সালেহা জানালেন এমনটাই তো চাই। ভালো লাগছে। পঞ্চায়েত ভোট এলেই অশান্তির আশঙ্কা থাকে। তা যেন আর না হয়।
Next Post
প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করল অশোকনগর থিয়েটার অ্যাসোসিয়েশন
Wed Dec 7 , 2022
ওয়েব ডেস্ক : অশোকনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আত্মপ্রকাশ করল নাট্যকর্মীদের সংগঠন অশোকনগর থিয়েটার অ্যাসোসিয়েশন (এটিএ)। বুধবার এই সাংবাদিক সম্মেলনে নবগঠিত এই সংগঠনের লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন অশোকনগর নাট্যমুখের অভি চক্রবর্তী, হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার তাপস ব্যানার্জি, অর্ক-এর অংশুপ্রভ চট্টোপাধ্যায়, সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের রাজেশ দেবনাথ ও অশোকনগর অভিযাত্রীর পার্থ […]
