ওয়েব ডেস্ক : সিপিএমের ৮ দফা দাবিকে যুক্তিহীন বলে উড়িয়ে দিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। নিদ্রিত পুরকর্তাদের ঘুম ভাঙাতে ৯ ডিসেম্বর ‘পুরসভা চলো’ ডাক দিয়ে গত একমাস ধরে প্রচারে ঝড় তুলেছে সিপিএম। দলের পুরসভা অভিযানের প্রচারে আসেন শতরুপ ঘোষের মতো রাজ্য নেতাও। নাগরিক পরিষেবা দিতে পুরসভা ব্যর্থ অভিযোগ তুলে সরব হয় সিপিএম। পুরপরিষেবা দিতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কেন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে। ডেঙ্গুতে ২ জন নাগরিকের মৃত্যুর পরও মশার আঁতুরঘর ধ্বংসে পুরসভার নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করে, অতীতের মতো এখন কেন সাফাই বা নর্দমা পরিষ্কারের কাজ হচ্ছে না, কেন মশা মারার তেল ছড়ানো হচ্ছে না? পাশাপাশি, আবাসন প্রকল্পে প্রকৃত গরীবের টাকা বণ্টনে টালবাহানা নিয়েও প্রশ্ন তোলে সিপিএম। গঙ্গার জল সরবরাহের নামে রাস্তা কেটে পাইপ বসানোর তীব্র বিরোধিতা করে রাস্তার নিচ দিয়ে পাইপ বসানোর দাবি জানায়। এছাড়াও উদ্বাস্তুদের অবণ্টিত দলিল দ্রুত বণ্টনের দাবি, বাস পরিষেবার দাবি, পুরসভার ৩ কোটি টাকা দুর্নীতি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি-সহ বিরোধী কাউন্সিলারদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার দাবিতে শুক্রবার পুরপ্রধানকে ডেপুটেশন দেয় সিপিএম। তার আগে পুরসভার সামনে নিয়োগ দুর্নীতি-সহ নানা ব্যর্থতা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএম নেতারা। এদিন সিপিএমের এই ডেপুটেশন ঘিরে অশান্তির আশঙ্কায় পুরসভার সামনে প্রচুর পুলিশ মোতায়েন করে প্রশাসন। গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে পুলিশ। যদিও এদিন পুরপ্রধান প্রবোধ সরকার দাবি করেন, ওদের দাবিগুলি যুক্তিহীন। যার ফলে ১০ মিনিট পর ওইসব দাবি নিয়ে কথা বলার মতো কেউ আর ছিলেন না।
Next Post
হিজলপুকুরিয়া জনজাগরণীর উদ্যোগে কলতানে ১৪ ডিসেম্বর শুরু 'বঙ্গ নাট্য মেলা ২০২২'
Sat Dec 10 , 2022
ওয়েব ডেস্ক : হিজলপুকুরিয়া জনজাগরণীর উদ্যোগে হাবরা দেশবন্ধু পার্কে কলতানে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ‘বঙ্গ নাট্য মেলা ২০২২। শেষ হবে ১৭ জানুয়ারি। হিজলপুকুরিয়া জনজাগরণী সূত্রে জানা গিয়েছে, ১৪ ডিসেম্বর এই নাট্য মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী […]

You May Like
-
12 months ago
পানবাড়িতে আদিবাসীদের বর্ষবরণ শাহরুল পুজো ও গণবিবাহের আসর