ওয়েব ডেস্ক : বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিপর্যস্ত সর্বহারা রেল বস্তির বাসিন্দাদের শীতবস্ত্র পাঠালেন বারাসাতের সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। আর তাঁর নির্দেশে সেইসব শীতবস্ত্র রেল বস্তির সর্বহারা বাসিন্দাদের হাতে তুলে দিলেন প্রাক্তন পুরপ্রধান তপতী দত্ত। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জাকির হোসেন, কাউন্সিলার কাকলি ঘোষ ও অন্যান্য তৃণমূলকর্মীরা। বুধবার বিকেলে হাবরায় রেললাইনের পাশের ঝুপড়িতে হঠাৎই আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ২৫টি ঘর ভস্মীভূত হয়েছে বলে খবর। প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার ব্রিগেড এসে ঝাঁপিয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সর্বস্ব হারিয়েছেন ২৫টি পরিবার। রেল লাইন লাগোয়া ঝুপড়িতে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঘটনাস্থলে ছুটে আসেন বারাসাতের মহকুমাশাসক সোমা সাউ, হাবরার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, হাবরা থানার আইসি অরিন্দম মুখার্জি-সহ বিশাল পুলিশ বাহিনী। আগুনে সর্বস্বান্ত মানুষ পুনর্বাসনের দাবিতে রেল লাইনে বসে পড়েন। পুলিশের অনেক চেষ্টার পর ট্রেন চলতে শুরু করে। সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার দিল্লিতে বসে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। সর্বস্ব হারানো রেল বস্তির পাশে থাকার জন্য তাঁর বারাসাতের দফতরের কর্মীদের নির্দেশ দেন। বিপন্ন বাসিন্দাদের শীতবস্ত্র ও কম্বল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সেই মতো হাবরা মডেল স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে রাতেই রেল ঝুপড়ির সর্বহারা বাসিন্দাদের হাতে সাংসদের পাঠানো শীতবস্ত্র ও কম্বল তুলে দেন তপতী দত্ত, জাকির হোসেন, কাকলি ঘোষরা।
Next Post
'আমাকে যারা ভোট দেননি আমি তাদেরও বিধায়ক' : জ্যোতিপ্রিয় মল্লিক
Thu Dec 15 , 2022
ওয়েব ডেস্ক : আমাকে যারা ভোট দেননি আমি তাদেরও বিধায়ক, সাফ জানালেন হাবরার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি, রেলের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সরব হন তিনি। বুধবার হাবরার নেহরুবাগ রেল কলোনিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহারা হয়। বৃহস্পতিবার সকালে সেই গৃহহারাদের অস্থায়ী আশ্রয়স্থলে যান মন্ত্রী। পরে হাবরা […]
