নাম না করে বিসিডিএ’কে বিঁধলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

ওয়েব ডেস্ক : আর একটা যে সংগঠন আছে তাদের ভাঙতে হবে, নাম না করে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএ)-এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার ভারত সভা হলে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন লরেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক রাজ্য সম্মেলনে তিনি বলেন, আমি শুনেছি তারা অনেক অন্যায় করছে। তাদের ভাঙতে হবে। শ্রমিক সংগঠনে নিজের অভিজ্ঞতার উল্লেখ করে তিনি আরও বলেন,
সিদ্ধান্ত নিন, লড়াই করে আপনাদের অধিকার আদায় করে নিতে হবে। খুব সহজে কোনও কিছু পাওয়া যায় না। লড়াই করে আদায় করতে হয়। যেখানে কথা বলার জায়গা আছে, কথা বলুন। না হলে লড়াই করুন। ঘরে বসে থাকবেন, তাতে প্রাপ্তিযোগ হয়ে যাবে না। যতটুকু সরকারি সাহায্য দরকার আমরা করব।
হেরে যাবেন, ভাববেন না। জিতবই মনোভাব নিয়ে লড়াই করবেন। সময় লাগবে। কিন্তু জয় আসবেই। সন্তানকে, বাবা-মাকে ভালোবাসার মতো সংগঠনকে ভালোবাসুন। তাতে সংগঠন মজবুত হবে। এদিন এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, সুষ্ঠু ভাবেই পঞ্চায়েত নির্বাচন হবে। আর জয় লাভ করবে তৃণমূল। এদিন তিনি ছাড়াও বক্তব্য রাখেন তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জি, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তৃণমূল রাজ্য কোর কমিটির সদস্য অবসরপ্রাপ্ত আইপিএস দেবকুমার মুখোপাধ্যায়, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা এক্তামূল হক প্রমুখ। সংগঠন সূত্রে খবর, এদিন এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সরকারি ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও ডাক দিয়ে সম্মেলন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন বিপিবিইএ'র

Sat Dec 24 , 2022
ওয়েব ডেস্ক : ‘সরকারি ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ ,’ব্যাঙ্ক বিজাতীয়করণের অপচেষ্টা বন্ধ কর’ শ্লোগান সামনে রেখে ৬ দফা দাবিতে শনিবার বারাসাত কলেজ অডিটোরিয়ামে জেলা সম্মেলন করল বঙ্গীয় বিপিবিইএ বা প্রাদেশিক ব্যাঙ্ক কর্মচারী সমিতি। এই সম্মেলনের উদ্বোধক বিপিবিইএ’র চেয়ারম্যান কমল ভট্টাচার্য এদিন বলেন, আমাদের মূল দাবি, ব্যাঙ্ক বেসরকারিকরণের যে হাওয়া সরকার […]

You May Like

Breaking News