শ্যামাপ্রসাদ এভিনিউতে সান্যাল বাড়িতে মা সারদার ১৭০তম জন্মতিথি উদযাপন

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে শ্যামাপ্রসাদ এভিনিউতে সান্যাল বাড়িতে মা সারদার ১৭০তম জন্মতিথি উদযাপিত হলো। প্রসঙ্গত, মা সারদামণি দেবী ১২৬০ বঙ্গাব্দের ৮ পৌষ কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের মূল স্রোতে প্রবেশের আগে কলকাতায় চলে আসেন তিনি। ১৩২৭ বঙ্গাব্দের ৯ জৈষ্ঠ থেকে বাগবাজারের অধিবাসী হন। লোকমাতা রাণী রাসমণি দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা করার পর সারদাদেবী সাধক শ্রীরামকৃষ্ণের স্ত্রী হিসেবে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন। বৃহস্পতিবার ছিল তাঁর ১৭০তম জন্মতিথি। এদিন বেলুরমঠ, জয়রামবাটি ও কামারপুকুর-সহ বিভিন্ন মঠ ও মিশনে মা সারদার জন্মতিথি উদযাপন করেন তাঁর ভক্তরা। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের শ্যামাপ্রসাদ এভেনিউতে নিজেদের বাড়িতে মা সারদার জন্মতিথি উদযাপন করেন সান্যাল পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি-সহ প্রায় ৭৫ জন মানুষ। ছবি প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নাম না করে বিসিডিএ'কে বিঁধলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Fri Dec 16 , 2022
ওয়েব ডেস্ক : আর একটা যে সংগঠন আছে তাদের ভাঙতে হবে, নাম না করে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএ)-এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার ভারত সভা হলে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন লরেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক রাজ্য সম্মেলনে […]

You May Like

Breaking News