ওয়েব ডেস্ক : ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলল ক্লাস ফোরের পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। বুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ পোস্টার লাগিয়ে পথ অবরোধ করল তারা। সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ফাইভ চালুর দাবিতে পড়ুয়া এবং অভিভাবকদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ল অশোকনগর হাবরা বাইপাস রোড এবং জিরাট রোড। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পড়ুয়া ও অভিভাবকদের এই অবরোধের জেরে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যদিও অশোকনগর থানার পুলিশ এসে অভিভাবকদের সঙ্গে কথা বলার পর উঠে যায় অবরোধ। উল্লেখ্য, ২০১৮-১৯ সালে কল্যাণগড় সংস্কৃতি সংঘ বালিকা বিদ্যালয়ে একটি সরকারি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল চালু হয়। এবছর ৫০ জন পড়ুয়া ফোর থেকে পাস করে ফাইভে উত্তীর্ণ হয়েছে। অথচ এরা এখনও কোনও স্কুলে ভর্তি হতে পারেনি। অভিভাবকদের দাবি বলা হয়েছিল, ধাপে ধাপে স্কুলটি দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হবে। অথচ এবছর ফাইভ চালু হয়নি। এখন ফোর পাস পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় দিন কাটছে অভিভাবকদের। তাই পথে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। এক পড়ুয়ার অভিভাবক মহুয়া দত্ত জানান, এই সমস্যা নিয়ে তাঁরা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন স্কুল ইনস্পেকটরের সঙ্গেও। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য পথে নেমে প্রতিবাদ করছেন।
Next Post
বইমেলায় রোহিণী নন্দন-এর স্টলে প্রকাশিত হলো 'মাত্র ৯০ দিনে মস্তিষ্ক ক্ষমতা বৃদ্ধির ১০১টি উপায়'
Fri Feb 10 , 2023
ওয়েব ডেস্ক : কলকাতা আন্তর্জাতিক বইমেলার ২ নং হলের ৭৩ নং স্টলে অর্থাৎ রোহিণী নন্দন প্রকাশনা সংস্থার স্টলে শুক্রবার বিকেলে প্রকাশিত হলো অরুণ অধিকারীর ‘মাত্র ৯০ দিনে মস্তিষ্ক ক্ষমতা বৃদ্ধির ১০১টি উপায়। এছাড়াও এদিন উমা সেনাপতির দুটি গ্রন্থও প্রকাশ করল রোহিণী নন্দন। অরুণ অধিকারী জানান, তাঁর বই পড়লে মনের ক্ষমতা […]
