ওয়েব ডেস্ক : কলকাতা আন্তর্জাতিক বইমেলার ২ নং হলের ৭৩ নং স্টলে অর্থাৎ রোহিণী নন্দন প্রকাশনা সংস্থার স্টলে শুক্রবার বিকেলে প্রকাশিত হলো অরুণ অধিকারীর ‘মাত্র ৯০ দিনে মস্তিষ্ক ক্ষমতা বৃদ্ধির ১০১টি উপায়। এছাড়াও এদিন উমা সেনাপতির দুটি গ্রন্থও প্রকাশ করল রোহিণী নন্দন। অরুণ অধিকারী জানান, তাঁর বই পড়লে মনের ক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে উমা সেনাপতি জানান, তাঁর গ্রন্থের বিষয় নারীর ক্ষমতায়ণ। রোহিণী নন্দন-এর কর্ণধার হরিদাস তালুকদার তাঁর প্রকাশনা সংস্থার স্টলে পাঠকদের আমন্ত্রণ জানান।
Next Post
সঙ্গীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায় প্রকাশ করলেন বিধায়ক নারায়ণ গোস্বামীর গান 'ভোরের আজানে রাঙা'
Sat Feb 11 , 2023
ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তিতুমির সভাকক্ষে অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীর ‘ভোরের আজানে রাঙা’ শীর্ষক তৃণমূলের উন্নয়নের গানের অডিও ও অডিও-ভিডিও ভার্সান প্রকাশিত হলো। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই গানের অডিও ও অডিও-ভিডিও ভার্সানের উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায়। তার […]
