ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তিতুমির সভাকক্ষে অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীর ‘ভোরের আজানে রাঙা’ শীর্ষক তৃণমূলের উন্নয়নের গানের অডিও ও অডিও-ভিডিও ভার্সান প্রকাশিত হলো। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই গানের অডিও ও অডিও-ভিডিও ভার্সানের উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায়। তার আগে শিবাজি চট্টোপাধ্যায় বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার সবক্ষেত্রে হয় না। ৩০ বছর আগে থেকে আমরা এ রাজ্যের অবস্থা দেখছি। এখন অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু তার প্রচার ইচ্ছে করেই অনেকে করেন না। সেই কাজটা নারায়ণ গোস্বামী সঙ্গীতের মাধ্যমে করার কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালোবাসেন। যার ফলে উন্নয়ন হয়েছে। হচ্ছে। তাই নারায়ণের মতো যাদের গলা আছে, সুর আছে, তারা কেবল বক্তব্যের মাধ্যমেই নয়, সঙ্গীতের মধ্য দিয়ে উন্নয়নের প্রচার করুন। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জি, বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুর জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য অভিজিৎ নাগ চৌধুরি, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ রেহানা খাতুন, হাবরা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, সহসভাপতি আরিফুর রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজলুল রহমান মল্লিক (মন্টু), ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ, বেরাবেরি গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ণালী ঘোষ, দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান চিন্ময় মণ্ডল, রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ মিনহাজউদ্দিন ছাড়াও বারাসাত পুরসভার একাধিক কাউন্সিলার এবং হাবরা ২ নং পঞ্চায়েত সমিতি ও বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির একাধিক পঞ্চায়েত প্রতিনিধি। উল্লেখ্য, আইটি সলিউশন প্রযোজিত এই গানটির অডিও ভার্সানের প্রকাশ করেছে স্বনামধন্য সঙ্গীত সংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ড। গানটির কথা লিখেছেন শুভেন্দু আচার্য, সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার অভীক ভট্টাচার্য। আর সমগ্র পরিকল্পনা সুমন তালুকদারের। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোয়েস্ট ওয়ার্ল্ডের পরিবেশনায় এই গানটি অ্যাপেল মিউজিক, আই-টিউন্স, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, জিও-সাভন, গানা, হাঙ্গামা, ইউটিউব মিউজিক, উইঙ্ক-সহ বিশ্বব্যাপী সব অডিও প্লাটফর্মে শোনা যাবে।