ওয়েব ডেস্ক : গ্রামীণ এলাকায় একটি ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টার গড়ে তুলতে চেয়েছিলেন জনদরদী চিকিৎসক ডা: সাধন সেন। গ্রামের মানুষকে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে এবং তাদের স্বাস্থ্য পরিষেবা দিতে বেশ কয়েকজন সমাজকর্মীকে নিয়ে ১৯৯২ সালে তিনি গড়ে তুলেছিলেন হাবরা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ র্যকেন্দ্র। তাঁর নেতৃত্বে হাবরা ১ এবং ২ নম্বর ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা আর হাবরা এবং অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকার বিভিন্ন প্রান্তে একাধিক স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির সংগঠিত করেছে এই সংগঠন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ২০০৪ সালের ২২শে অক্টোবর প্রয়াত হন ডাক্তার সাধন সেন। তাঁর প্রয়াণের পর সাময়িক ধাক্কা খেলেও ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যায় হাবরা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র। ডাক্তার সাধন সেনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেয়। এই সংগঠনকে সহযোগিতা করতে এগিয়ে আসেন দরিয়াসুদি গ্রামের বাসিন্দা প্রাক্তন শিক্ষক কালিপদ ঘোষ এবং তাঁর স্ত্রী বিজলি ঘোষ। দুস্থ মানুষের চিকিৎসা এবং রোগ নির্ণয় কেন্দ্র নির্মাণের জন্য এই দম্পতি হাবরা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রকে ১৬ শতক জমি দান করেন। উত্তর ২৪ পরগনা জেলার গুমা লক্ষ্মীপুলের খোর্দ্দ বামুনিয়ায় যশোর রোডের ধারে ঘোষ দম্পতির দানের জমিতে ২০০৯ সালে ‘ডা: সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টার’-এর শিলান্যাস করেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রাক্তন অধিকর্তা ডা: অমিতাভ নন্দী। আর শনিবার সেখানে চালু হলো ডা : সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টার। আগামী রবিবার থেকে এই সেন্টারের আউটডোর বিভাগে আপাতত স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। মাত্র ৩০ টাকায় স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। হাবরা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুল অলিল জানান, যেসব রোগী ৩০ টাকা দিতে সক্ষম নয়, তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
Next Post
মেগা ফুটবল টুর্নামেন্ট আসলে বিনোদন, তবুও খেলা হোক, মত ফুটবল প্রশিক্ষক ও উদ্যোক্তাদের
Mon Mar 6 , 2023
ওয়েব ডেস্ক : একদিনের মেগা ফুটবল টুর্নামেন্ট আসলে বিনোদন। তবুও এধরনের ফুটবল টুর্নামেন্ট হোক। খোলাখুলি মতপ্রকাশ করেছেন ফুটবল প্রশিক্ষক সৌরজিৎ দাস (পল) এবং ফুটবল প্রশিক্ষক বিশ্বনাথ বসুমল্লিক। শনিবার রাতে অশোকনগর রবীন্দ্র সংঘ ময়দানে আয়োজিত একদিনের মেগা ফুটবল টুর্নামেন্ট দেখতে এসে প্রবীণ ফুটবল প্রশিক্ষক বিশ্বনাথ বসুমল্লিক বলেন, এই টুর্নামেন্ট আসলে এন্টারটেইনমেন্ট। […]

You May Like
-
9 months ago
বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র
-
12 months ago
উদ্ধার হওয়া ক্যাঙ্গারু উত্তরবঙ্গেই রাখার দাবি
-
10 months ago
৩ সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের ৪৯৮
-
6 months ago
আবার এলো