মেগা ফুটবল টুর্নামেন্ট আসলে বিনোদন, তবুও খেলা হোক, মত ফুটবল প্রশিক্ষক ও উদ্যোক্তাদের

ওয়েব ডেস্ক : একদিনের মেগা ফুটবল টুর্নামেন্ট আসলে বিনোদন। তবুও এধরনের ফুটবল টুর্নামেন্ট হোক। খোলাখুলি মতপ্রকাশ করেছেন ফুটবল প্রশিক্ষক সৌরজিৎ দাস (পল) এবং ফুটবল প্রশিক্ষক বিশ্বনাথ বসুমল্লিক। শনিবার রাতে অশোকনগর রবীন্দ্র সংঘ ময়দানে আয়োজিত একদিনের মেগা ফুটবল টুর্নামেন্ট দেখতে এসে প্রবীণ ফুটবল প্রশিক্ষক বিশ্বনাথ বসুমল্লিক বলেন, এই টুর্নামেন্ট আসলে এন্টারটেইনমেন্ট। কিন্তু তাঁর মতে, এমন টুর্নামেন্ট সংগঠিত করেও ফুটবল উন্মাদনা তৈরি করা যায়। অন্যদিকে ফুটবল প্রশিক্ষক সৌরজিৎ দাস বলেন, ফুটবল যারা দেখতে চান, তারা পরিতৃপ্ত হচ্ছেন। কিছুটা সময় অন্তত মোবাইলের বাইরে থাকছেন। তাঁর কথায়, যে ফর্মেই সম্ভব খেলা হোক। এটাই প্রাপ্তি। উদ্যোক্তা সংগঠন রবীন্দ্র সংঘের সাধারণ সম্পাদক নান্টু করের বক্তব্য, খেলাটাই উঠে যাচ্ছে। এমন জাকজমক করে খেলা অশোকনগরে অনেক হচ্ছে। ফুটবলপ্রেমী মানুষের আবেগ জড়িয়ে আছে। সেদিকে লক্ষ্য রেখেই এই মেগা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এদিন ৮ দলের নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অপ্রিত একাদশ। চুড়ান্ত পর্বের খেলায় তারা ফিনিক্স দলকে ২-১ গোলে পরাজিত করে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে দিঘিরহাটে পুলিশের সংযোগ ক্রীড়া প্রতিযোগিতা

Sat Mar 11 , 2023
ওয়েব ডেস্ক : জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে সংযোগ ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত করল বারাসাত পুলিশ জেলা। মাঠে নেমে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করলেন হাবরা পুলিশ মহকুমার এসডিপিও রোহেদ শেখ-সহ অশোকনগর থানার বিভিন্ন আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মী, সিভিক পুলিশ আর ভিলেজ পুলিশকর্মীরা। শনিবার অশোকনগর দিঘিরহাটে বারাসাত পুলিশ জেলার পক্ষে অশোকনগর […]

You May Like

Breaking News