জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে দিঘিরহাটে পুলিশের সংযোগ ক্রীড়া প্রতিযোগিতা

ওয়েব ডেস্ক : জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে সংযোগ ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত করল বারাসাত পুলিশ জেলা। মাঠে নেমে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করলেন হাবরা পুলিশ মহকুমার এসডিপিও রোহেদ শেখ-সহ অশোকনগর থানার বিভিন্ন আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মী, সিভিক পুলিশ আর ভিলেজ পুলিশকর্মীরা। শনিবার অশোকনগর দিঘিরহাটে বারাসাত পুলিশ জেলার পক্ষে অশোকনগর থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাড়া মিলেছে। জানা গিয়েছে, এদিন এই প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ইভেন্টগুলোর মধ্যে ছিল বালক ও বালিকা বিভাগে ১০০ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, কমলালেবু দৌড়, ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য হাড়িভাঙা, মিউজিকাল চেয়ার, মোমবাতি প্রজ্বলন, লাফদৌড় বা স্কিপিং-সহ অন্যান্য প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, হাবরা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ প্রমুখ। এদিন এসডিপিও রোহেদ শেখ জানান, পুলিশ ও জনসাধারণের সম্পর্ককে আরও উন্নত করতে সংযোগ ক্রীড়া প্রতিযোগিতা করা হচ্ছে। এই প্রতিযোগিতায় অশোকনগর থানার ৮টি গ্রাম পঞ্চায়েত ও একটি পুরসভা থেকে প্রায় ১০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এছাড়া ক্লাস ফোর, ফাইভ ও সিক্সের ২১ জন মেধাবী ছাত্রছাত্রীকে একবছরের জন্য স্কুল ব্যাগ, অনেকগুলো খাতা, বই, পেন্সিল, ইরেজার ও পেন দেওয়া হবে। আর ৮টি পঞ্চায়েত ও পুরসভার ১০টি ক্রিকেট ক্লাব ও ১০টি ফুটবল ক্লাবকে ব্যাট, বল, ফুটবল সামগ্রী এদিন পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হবে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিরোধীদের মতাদর্শগত সমন্বয় ছাড়া বিজেপিকে হারানো যাবে না, মত প্রশান্ত কিশোরের

Mon Mar 20 , 2023
ওয়েব ডেস্ক : ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য কখনওই কাজ করবে না। কারণ, বিরোধীদের জোট স্থিতিশীল নয় এবং আদর্শগতভাবে ভিন্ন। এমনটাই বলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সুফল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধী ঐক্যকে তিনি একটি মুখোশ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে শুধুমাত্র দল বা […]

You May Like

Breaking News