আশিস কুমার ঘোষ, কলকাতা
শহরের প্রাণকেন্দ্র শিয়ালদহ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এন্টালি লেডিস পার্কের কাছে তৈরি হতে চলেছে বিশ্বমানের বিজনেস ক্লাব এন্টালিয়া বিজনেস ক্লাব। যার নামকরণ করা হয়েছে দ্য কোয়াটার্স। প্রায় ৬ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়ন করতে যৌথভাবে উদ্যোগী হয়েছে সৃজন রিয়্যালিটি গ্ৰুপ, পিএস গ্ৰুপ ও সিগনাম গ্ৰুপ। বিশ্ব বাণিজ্যের প্রসার ঘটাতে এই অত্যাধুনিক বিজনেস ক্লাব আগামী ২০২৭ সালের মধ্যে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সৃজন রিয়্যালিটি গ্ৰুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্যামসুন্দর আগরওয়াল। উদ্যোক্তাদের পক্ষ থেকে মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিগনাম গ্ৰুপের চেয়ারম্যান রাজ বর্ধন পতোদিয়া, পিএস গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র দুগার, সৃজন রিয়্যালিটি গ্ৰুপের ডিরেক্টর কেশব আগরওয়াল প্রমুখ।