ওয়েব ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে যাওয়ার পর কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে প্রায় ২০ জন যাত্রী। পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে, দক্ষিণ বালুচিস্তানের তুরবাত শহর থেকে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল। বুধবার ভোরে ওয়াশুক জেলার পার্বত্য অঞ্চল বিসমিয়া এলাকায় বাসটি খাদে পড়ে যায়। মহিলা ও শিশু-সহ প্রায় ২৮ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠায় তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা পাকিস্তানে সাধারণ ঘটনা। বিশেষ করে বালুচিস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পার্বত্য অঞ্চলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। চলতি মাসের প্রথমদিকে
দেশের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস একটি খাদ থেকে পড়ে গেলে কমপক্ষে 20 জন নিহত এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়।

ছবি : পাকিস্তানে এভাবেই যাত্রীবোঝাই করে বাস চলাচল করে। (সৌজন্যে : আল জাজিরা)

103 Views