আশিস কুমার ঘোষ, কলকাতা

বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে সাধারণ অস্ত্রোপচার বা ওপেন সার্জারির যুগ শেষ হতে চলেছে। শুধুমাত্র কয়েকটি ছিদ্র করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে মিনিমালি ইনভেসিভ সার্জারি বা এন্ডোভ্যসকুলার সার্জারির ফলে মানুষের শরীরে রক্তপাত ও কাটাকুটি অত্যন্ত অল্প হয়। এর ফলে পায়ের ব্যাথা ভেরিকোস ভেন থেকে গলব্লাডার, কিডনি স্টোন ইউরোলজি, হৃদরোগের মতো চিকিৎসার বহুক্ষেত্রে রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কলকাতার হোটেল সনেট ও এইচ পি ঘোষ হাসপাতালের উদ্যোগে শনিবার চতুর্থ এন্ডোভ্যসকুলার ম্যানেজমেন্ট ইন্ডিয়া স্কীল কোর্স সিএমই কাম লাইভ ওয়ার্কসপ অনুষ্ঠিত হলো। ওয়ার্কশপে বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক ডাক্তার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। ডাঃ মোগান নাইডু (মালয়েশিয়া), ডাঃ রজণী কাশেম (শ্রীলঙ্কা), ডাঃ শান্তনু ঘোষ (বাংলাদেশ), ডাঃ সন্দীপ পাণ্ডে (নেপাল), ডাঃ রাভূল জিন্দাল (চণ্ডীগড়)ও ডাঃ দীপক সেলভরাজ (ভেলোর) এই ওয়ার্কশপে বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে ডাঃ জয়ন্ত দাস জানান, প্রায় ১০০ জন চিকিৎসক এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে তাদের দক্ষতাকে অভিজ্ঞতার আলোকে আরো শাণিত করতে পেরেছেন।

77 Views