আশিস কুমার ঘোষ, হাবরা

হাবরা শ্রীচৈতন্য কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক, ইতিহাস গবেষক, কবি ও পরিবেশ আন্দোলনের কর্মী ড. গৌরীশঙ্কর দে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বিকেল ৪টেয় হাবরা গার্লস হাইস্কুলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হাবরা নাগরিক উদ্যোগের পক্ষে এই স্মরণ সভার আহ্বায়ক ছিলেন দেবদাস চট্টোপাধ্যায়, দীপঙ্কর সরকার, মৃণালকান্তি সরকার, অরবিন্দ দাস, অসিতবরণ বিশ্বাস ও অজয় বসু। সভার সভাপতিত্ব করেন দেবদাস চট্টোপাধ্যায়। এদিন বহু কবি, সাহিত্যিক, পরিবেশকর্মী, গবেষক, বুদ্ধিজীবী উপস্থিত থেকে প্রয়াত গৌরীশঙ্কর দে-র স্মৃতিচারণ করেন। ছিলেন গৌরীবাবুর অগণিত গুনমুগ্ধ ছাত্রছাত্রীরাও।

উল্লেখ্য, ইতিহাসের পাঠ্যপুস্তক ছাড়াও ইতিহাস বিষয়ক বেশ কয়েকটি গবেষণামূলক গ্রন্থ তিনি রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রত্ন প্রান্তর চন্দ্রকেতুগড়, কিংবদন্তি জেলা উত্তর চব্বিশ পরগনা, বহুরূপে শিক্ষাতীর্থ বাণীপুর প্রভৃতি। এদিন এই স্মরণ সভার শুরুতে অন্যান্যদের পাশাপাশি অশোকনগর প্রেস ক্লাবের পক্ষে গৌরীশঙ্করবাবুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কবি সাংবাদিক সুদিন গোলদার ও উদয় শংকর দাস। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি বিষ্ণু সরকার। প্রসঙ্গত, একসময় ট্যাবলয়েড সাপ্তাহিক সংবাদপত্র ‘গ্রামবাংলার খবর’-এর পরপর ৫টি সংখ্যায় স্থানীয় ইতিহাসের দিক নির্দেশ করে অধ্যাপক গৌরীশঙ্কর দে লিখেছিলেন ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হাবরা অশোকনগর’। তাঁর ওই প্রবন্ধ সেসময় আলোড়ন ফেলেছিল। আজও সেই লেখার জেরক্স সংগ্রহ করে নিয়ে যান ইতিহাস অনুসন্ধিৎসু বহু মানুষ।

75 Views