ওয়েব ডেস্ক : অনাড়ম্বর এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল অশোকনগর ট্র‍্যাক সিঙ্গার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পুরসভার ৫ নং ওয়ার্ডে ১৮ নং কাঁকপুল প্রাথমিক স্কুলের কাছে রাস্তার ওপর তাবু খাটিয়ে ছোট্ট এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল
একাধিক গান পাগল মানুষের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন। এই গান পাগলদের কেউ সাংবাদিকতা করেন, কেউ চিকিৎসক, কেউ পুলিশকর্মী, আবার কেউ বা ব্যবসায়ী। প্রসঙ্গত, করোনা অতিমারির ভয়াবহ পরিস্থিতিতে ঘরবন্দি বহু মানুষ, যারা গান ভালোবাসেন, তাদের অনেকেই মিউজিক ট্র‍্যাকে সঙ্গীতচর্চা শুরু করেন। তাপস মজুমদার, সুশান্ত পাল, শঙ্কর সরদার, শুভঙ্কর চক্রবর্তীদের মতো এমন কয়েকজন প্রথমে ট্র‍্যাক সিঙ্গারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। এই গ্রুপে যোগ দেন অমর চক্রবর্তী, আশিস কুমার ঘোষ-সহ আরও অনেকে। পরে এদেরই উদ্যোগে গড়ে ওঠে অশোকনগর ট্র‍্যাক সিঙ্গার অ্যাসোসিয়েশন। এদিন এই ট্র‍্যাক সিঙ্গারদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার সঞ্জয় রাহা, প্রাক্তন কাউন্সিলার তথা সমাজকর্মী অতীশ সরকার, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রিঙ্কু বিশ্বাস, অশোকনগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দিলীপ রায় প্রমুখ। প্রত্যেকে ট্র‍্যাক সিঙ্গারদের এই উদ্যোগকে স্বাগত জানান। পাশে থাকার আশ্বাস দেন কাউন্সিলার সঞ্জয় রাহা। ট্র‍্যাকে সঙ্গীত পরিবেশন করেন রিঙ্কু বিশ্বাস ও তাঁর মেয়ে, রজত, সেনা ছাড়াও অমর চক্রবর্তী, আশিস কুমার ঘোষ, তাপস মজুমদার, সুশান্ত পাল-সহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা।

101 Views