আশিস কুমার ঘোষ, অশোকনগর
অশোকনগর ক্যারাম লাভারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত রবিবার ও সোমবার অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা নকআউট ক্যারাম টুর্নামেন্ট। সারা রাজ্যের প্রায় ১৮টি জেলা থেকে ৬৪টি ডাবলস এবং ৩২টি সিঙ্গেলস টিমের ক্যারাম খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। অশোকনগর ৮ নং স্কিম কালিবাড়ি মোড় সংলগ্ন জার্মান বাড়ির কাছে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, চাকরি-ব্যবসা-সহ বিভিন্ন পেশায় যুক্ত এই অঞ্চলের বেশ কয়েকজন ক্যারাম প্রিয় মানুষের উদ্যোগে কয়েকবছর আগে গড়ে ওঠে অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশন। বিগত বছরের মতো এবারও এই অ্যাসোসিয়েশন সারা বাংলা নকআউট ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করল।
এনিয়ে অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজু চক্রবর্তী জানান, এবারের এই টুর্নামেন্ট চতুর্থ বর্ষে পদার্পণ করল। টুর্নামেন্ট উপলক্ষে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বৈশালী গোস্বামী, স্থানীয় কাউন্সিলর গণেশ ভট্টাচার্য, অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রাক্তন উপ-মুখ্য প্রশাসক অতীশ সরকার প্রমুখ। তিনি আরও জানান, ক্যারাম প্রতিযোগিতা ছাড়াও এই সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বাধীনতা দিবস উদযাপন, বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।