আশিস কুমার ঘোষ, হাবরা

নারীর অঙ্গশোভা স্বর্ণালঙ্কারে, আর এই স্বর্ণালংকার যদি আসে টাটার ঐতিহ্যের উৎকর্ষে নির্মিত তানিষ্ক থেকে, তবে তো সোনায় সোহাগা। এবারের উৎসবে তাই নারীদের অঙ্গে এমনই সব স্বর্ণালংকার আসছে, যেটা দেবতাদের হাতের বিভিন্ন অস্ত্রের প্রতীক স্বরূপ। তানিষ্ক-এর সকল শোরুমের সঙ্গে হাবরাতেও এসে গেল এই স্বর্ণভান্ডার। উৎসব প্রিয় নারীদের কথা মাথায় রেখে হালকা থেকে ভারী সমস্ত ধরনের ওজনের গহনা যেমন- গদা, পদ্ম, শঙ্খ, চক্র ইত্যাদি নানা মডেলের অলংকার তৈরি করেছে তানিষ্ক। শুক্রবার তানিষ্ক-এর হাবরা স্টোরের ম্যানেজার সোমনাথ ঘোষ জানান, ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এইসব গহনা কেনাকাটায় প্রতি গ্ৰাম সোনার উপর ৪৭৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও আকর্ষণীয় গিফট থাকছে। এদিন সন্ধ্যায় ক্রেতাদের জন্য এমন সব উপহার ঘোষণা করে তানিষ্ক-এর হাবরা শোরুমে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো শারদ উৎসবের। অনুষ্ঠানে মহিলা ক্রেতাদের নিয়ে অপরূপ সাজের প্রদর্শনী, র‌্যাম্প শো, ধুনুচি নৃত্যের প্রতিযোগিতার পাশাপাশি ছিল অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

28 Views