সুদিন গোলদার, অশোকনগর

প্রখ্যাত মানবদরদী সমাজসেবী, জনদরদী চিকিৎসক প্রয়াত সাধন সেনের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ আলোচনা সভা। গত ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে ‘ডাক্তার সাধন সেন স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে অশোকনগর কচুয়ায় ‘জয়জয়ন্তী’ অনুষ্ঠান গৃহে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতিরক্ষা সমিতির কার্যকরী সভাপতি স্বপন গুপ্ত।
প্রয়াত সাধনবাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সীমা ভট্টাচার্য। স্বাগত ভাষণ দেন ‘ডাক্তার সাধন সেন স্মৃতিরক্ষা সমিতি’র সম্পাদক সমীর রঞ্জন দত্ত। বক্তব্য রাখেন সাধনবাবুর সুযোগ্য পুত্র ডাক্তার সুজন সেন। এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুবিখ্যাত বিশেষজ্ঞ-চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তিনি দীর্ঘ প্রাঞ্জল বক্তৃতায় ‘বর্তমান স্বাস্থ্যব্যবস্থা’ বিষয়ে আলোকপাত করেন। এদিন এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুহাস ভট্টাচার্য, অপূর্ব গাঙ্গুলী, হরিদাস কর, হিমাংশু দাস, অশোক ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক সমীর রঞ্জন দত্ত।

252 Views