আশিস কুমার ঘোষ, হাবড়া

জগদ্ধাত্রী পুজোয় উত্তর ২৪ পরগনা জেলার সর্ববৃহৎ রক্তদান শিবির সংগঠিত করল হাবরা রিক্রিয়েশন ক্লাব। মঙ্গলবার আয়োজিত এই শিবিরে ১২৭ জন মহিলা-সহ ৩৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্তী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী রক্তদাতারা এই মেগা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। উদ্যোক্তাদের পক্ষে অর্ধেন্দু মণ্ডল জানান, ৩২তম বর্ষে ৪০০ জনের লক্ষ্যমাত্রা থাকলেও বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ৩৪১ জন রক্তদান করতে পেরেছেন। এই শিবিরে বেশ কয়েক জন ৫০ বারেরও বেশী রক্তদান করেছেন। উল্লেখ্য, জেলার মধ্যে এত বৃহৎ রক্তদান কর্মসূচি খুবই কম হয়। এদিন রক্তদাতাদের স্মারক হিসেবে একটি করে চারাগাছ উপহার দেয় হাবরা রিক্রিয়েশন ক্লাব।

13 Views