আশিস কুমার ঘোষ, কলকাতা

‘স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স’ অর্থাৎ পরিবারের মহিলা, পুরুষ, এমনকি শিশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক, এই আবেদন জানাল দাভা ইন্ডিয়া। আর এনিয়ে পদক্ষেপও করল এই সংস্থা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ‘স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স’ কর্মসূচির ঘোষণা করল দাভা ইন্ডিয়া। উল্লেখ্য, দাভা ইন্ডিয়া সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের জেনেরিক ওষুধ সরবরাহ করে। এর সদর দপ্তর গুজরাটের সুরাটে অবস্থিত। জোটা হেলথকেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডাঃ সুজিত পালের প্রচেষ্টায় ১২০০+ লোকেশন এবং ১.২ কোটিরও বেশি গ্রাহক তৈরির মাধ্যমে দ্রুত সারা ভারতে ছড়িয়ে পড়েছে দাভা ইন্ডিয়া। ওষুধ ব্যবসার পাশাপাশি এখন দাভা ইন্ডিয়া পারিবারিক সহিংসতা মোকাবিলায় দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করল।

30 Views