আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

বর্তমানে মুঠোফোনের করাল গ্রাস থেকে শিশুদের শৈশবকে রক্ষা করতে তরুণ তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার উদ্যোগে গত ১৮ ডিসেম্বর মুক্ত পরিবেশে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হলো নাট্যোৎসব। ওইদিন সকাল ১১টায় গোবরডাঙ্গা বাবুপাড়া দীননাথ সেন মঞ্চে আয়োজিত হয় আলোচনা সভা। আলোচ্য বিষয় ছিল থিয়েটার দলগুলির মধ্যে কোথাও কি সৌভ্রাতৃত্ববোধের অভাব দেখা দিচ্ছে? বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোদপুর অন্তরদীপন সোসাইটির কর্ণধার পূর্ণা পাল, নাট্যায়নের কর্ণধার নারায়ণ বিশ্বাস ও আত্মজর কর্ণধার তাপস দাস। বিকেল ৩টেয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। মঞ্চস্থ হয় মোট চারটি নাটক এবং একটি মানব পুতুল নাটক। আকাঙ্ক্ষা প্রযোজিত ও দীপাঙ্ক দেবনাথ পরিচালিত কৌতুক নাটক পেনা পালালো এবং মানব পুতুল নাটক মহিষাসুর পালা এবং কোন্নগর আরঞ্জক প্রযোজিত সাইক্লোন, বিসর্গ থিয়েটার প্রযোজিত বাঘ চাল, নববারাকপুর ছন্দনীড় প্রযোজিত বিবাহ বিচ্ছেদ মামলা। সমগ্র অনুষ্ঠানটি ১৮ বছরের কম বয়সী শিশুদের দ্বারা পরিচালিত হয়। যথাক্রমে মূল উদ্যোগে ছিল সম্প্রীত দাস, সুব্রত মন্ডল, রাজা দাস, অরিন্দম সরকার ও সৌম্যদীপ দাসের। এই পঞ্চপান্ডবের প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে। সংস্থার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত) জানান, ‘শিশুরা পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে তাদের মধ্যে ধীরে ধীরে দায়িত্ব, কর্তব্যবোধ তৈরির জন্যই সমগ্র উৎসবটি আমাদের দলের খুদেদের দ্বারা পরিচালিত হলো। শিশুদের হাত ধরেই তাদের আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হোক।’

13 Views