আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

গোবরডাঙ্গা নকশা নাট্যদলের উদ্যোগে গত ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় নাট্যোৎসব। ১৯ ডিসেম্বর প্রদীপ  প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই নাট্য উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, প্রবীর গুহ, বিপিন কর্মকার, প্রিয়াল ভট্টাচার্য, অমিত ব্যানার্জি, সুদীপ গুপ্ত, অবতার সিং, তরুণ প্রধান, কল্লোল ভট্টাচার্য প্রমুখ। ৭ দিনের এই নাট্য উৎসবে দেশের বিভিন্ন প্রদেশের নাট্যদলের ৯টি সারা জাগানো নাটক পরিবেশিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য গোবরডাঙ্গা নকশার নাটক আশিস দাস নির্দেশিত দুটি নাটক কবীর খাড়া বাজার মে এবং আশ্চর্য মানুষ, ইউনিটি মালঞ্চর নাটক দেবাশীষ সরকার নির্দেশিত ঘুমভাঙ্গার গান, কৃষ্ণনগর রূপকথার নাটক বড় রাস্তা ছেড়ে, রাজস্থানের  রঙ্গ মাস্তানের নাটক মহারথী, কোচবিহার ইন্দ্রায়ূধ এর অমিত ঘোষ নির্দেশিত নাটক জ্বালা, একাডেমি অফ থিয়েটার আর্টস মুম্বাই ইউনিভার্সিটির মাচ ব্রীথ, ব্যান্ডেল আরোহী প্রযোজিত রঞ্জন রায় নির্দেশিত রাত কত হলো, কলকাতা টেনথ্ প্লানেট এর নাটক ম্যাকবেথ। উৎসবের প্রতিদিনেই নাট্য বিষয়ক সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন ছিল।

34 Views