আশিস কুমার ঘোষ, গাইঘাটা

গোপালপুর নবরূপা সংঘের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ৬ জনুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলল নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড। ৬ জানুয়ারি সকালে বর্নাঢ্য শোভাযাত্রা কুচকাওয়াজ-সহ প্রভাত ফেরী স্থানীয় এলাকা পরিক্রমা করে উৎসব প্রাঙ্গণে শেষ হয়। এরপর পতাকা উত্তোলন করেন ধর্মপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেব কুমার চ্যাটার্জি। উৎসবের প্রথম দিনে শুরু হয় স্বেচ্ছা রক্তদান শিবির। গ্রামের মহিলা পুরুষ মিলে প্রায় ৬০ জন এই শিবিরে রক্তদান করেন । এছাড়াও ছিল বসে আঁকো ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা এবং এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ । উৎসবের দ্বিতীয় দিনে ছিল আবৃত্তি প্রতিযোগিতা, মূকাভিনয়, নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো নাটক, যাত্রাপালা ও বিচিত্রানুষ্ঠান। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল ৬ দিন ব্যাপী গ্রামীণ মেলা। বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী, সমাজসেবী অনুপম কালিয়া, দীপঙ্কর নস্কর , সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর প্রমুখ।

33 Views