ওয়েব ডেস্ক : শুরু হলো অশোকনগর উৎসব। রবিবার বিকেলে এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে তৃতীয় অশোকনগর উৎসবের উদ্বোধন হয় । রবিবার বিকেলে অশোকনগর কচুয়া মোড় থেকে শুরু হয় এই বর্ণাঢ্য পদযাত্রা। শেষ হয় উৎসব ময়দান হরিপুর ময়দানে। স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন বিধায়ক নারায়ণ গোস্বামীও। মূল মঞ্চে উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এবার অশোকনগর উৎসবের বড় আকর্ষণ হলো জেলা গ্রন্থমেলা। এদিন ফিতে কেটে জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগর কল্যাণকর পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, হাবরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, হাবরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকেরা এবং বিশিষ্ট অতিথিরা। এদিন অশোকনগর উৎসবের উদ্বোধক শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়কের প্রশংসা করেন। তিনি বলেন, নারায়ণ একজন দক্ষ সংগঠক। মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন তিঞ্জ। অন্যদিকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মন্ত্রীর সুরেই বলেন, বিকল্প কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছে মেলা। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এদিন বই পড়ার গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন।

46 Views