আশিস কুমার ঘোষ, কলকাতা
বেহালা চৌরাস্তার নিকটে ‘হেলথ চেক ‘ ডায়গনস্টিক সেন্টার ও পলি ক্লিনিকে অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের সঙ্গে যৌথ প্রয়াসে শুরু হতে চলেছে টেলি হেলথ্ মাল্টি স্পেশালিটি ক্লিনিক অ্যাপোলো হসপিটাল চেন্নাই ও ইনফরমেশন সেন্টার। এই সেন্টারে সরাসরি চেন্নাই অ্যাপোলোর বিবিধ ক্ষেত্রের স্পেশালিস্ট ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেবেন। এই সেন্টারে অঙ্কোলজি, অর্থপেডিক, নিউরোলজি, কার্ডিওলজি, ডার্মোটোলজি-সহ অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ডাক্তাররা থাকবেন রোগী দেখার জন্য। এর সাথে অনলাইনে ডাক্তারদের থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।
পাশাপাশি, কোনও রোগী চেন্নাই অ্যাপোলোতে দেখাতে গেলে তাকে এই হেলথ চেক আপ ক্লিনিকের মাধ্যমে সব দিক থেকে সহায়তা করা হবে। আগামী দিনে এই সেন্টারের মাধ্যমে চেন্নাই অ্যাপোলোর ডাক্তারদের হাতের নাগালে পাবেন বাংলার মানুষ। গত ৮ ফেব্রুয়ারি শনিবার বেহলার অঞ্জলি জুয়েলার্সের হলে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় এই টেলি হেলথ্ মাল্টিস্পেশালিষ্ট ক্লিনিক অ্যাপেলো চেন্নাইয়ের। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাপোলো চেন্নাইয়ের ডি জি এম ড. নারায়ণ মিত্র, অ্যাপোলো চেন্নাইয়ের রোবটিক সার্জেন্ট ড. মাধন, এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোলজিস্ট ড. যতীন সনি, হেলথ চেকের অপারেশন হেড ভয়ভঞ্জন সাহা প্রমুখ। এক কথায় বলা যেতে পারে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের সব ধরনের চিকিৎসা পাবার সুযোগ সুবিধা এবার পেতে চলেছে বঙ্গবাসী |