আশিস কুমার ঘোষ, কলকাতা
অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে জেআইএস ইউনিভার্সিটির সহযোগিতায় কলকাতায় নিউটাউনের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো পূর্বাঞ্চল উপাচার্য সম্মেলন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক বিনয় কুমার পাঠক, ভাইস প্রেসিডেন্ট ড. পঙ্কজ মিত্তাল, সাধারণ সম্পাদক ড. পার্থপ্রতিম চক্রবর্তী, জিআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরণজিৎ সিং, ডিরেক্টর সরদার সিমারপ্রীত সিং, জিআইএস গ্রুপ অব ইউনিভার্সিটির উপাচার্য ড. বিভাস ভট্টাচার্য প্রমুখ। দুদিনের এই সম্মেলনে সারাদেশের একশোর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস বলেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপায় যা বিশ্বের পরিবর্তন ঘটাতে পারে। ভারতের শিক্ষার মান আগের থেকে অনেক উন্নততর হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞানসম্মত শিক্ষার মাধ্যমে দেশের কোণে কোণে থাকা ট্যালেন্টদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে। তাইতো নতুন নতুন উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটছে। এই অনুষ্ঠানে রাজ্যপালের নিজের লেখা দুটি গ্রন্থ ‘ভক্তি-যুক্তির যুগলবন্দী এবং ‘সাইলেন্স সাউন্ড গুড’ উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।