আশিস কুমার ঘোষ, হাবড়া
নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবছরও হাবড়া খেলার মাঠে অনুষ্ঠিত হলো নববর্ষ উৎসব। বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ পরিকল্পিত নিখিল বঙ্গ নববর্ষ উৎসব সমিতি অনুমোদিত এবং জনজাগরণী কর্তৃক প্রথম প্রবর্তিত হাবড়া নববর্ষ উৎসব এবার ৬৮তম বর্ষে পদার্পণ করল। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবরা পুরসভার সহযোগিতায় বেশ কয়েক বছর ধরেই এই অনুষ্ঠান অন্য মাত্রা পেয়েছে। এদিন বিকেলে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমষ্টিগত যোগব্যায়াম, কুচকাওয়াজ, অভিপ্রদর্শনী ও ব্রতচারীর মাধ্যমে নববর্ষ উৎসবের সূচনা হয়। সকল ছাত্রছাত্রীদের নববর্ষের শপথ বাক্য পাঠ করান সহ-সভাপতি দেবদাস চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, বিশেষ অতিথি ছিলেন হাবড়ার প্রাক্তন বিধায়ক তপতী দত্ত, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা, উপপুরপ্রধান সিতাংশু দাস-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মঞ্চে হাবড়ার নামী সংগীত ও নৃত্যশিল্পীরা তাদের সংগীত ও নৃত্য প্রদর্শন করেন।