আশিস কুমার ঘোষ, কলকাতা
দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকরা রাজ্যের স্কুলগুলোতে অতি অল্প বেতনে শিক্ষাদানের কাজ করে চলেছেন। প্রাথমিকে মাত্র ১০ হাজার টাকা ও উচ্চ প্রাথমিকে মাত্র ১৩ হাজার টাকা মাসিক বেতনে পার্শ্ব শিক্ষকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। শিক্ষাদানের পাশাপাশি এই শিক্ষকদের আরও অনেক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তাই সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। কিন্তু এতদিন এই দাবি সরকারের সর্বোচ্চ মহলে যথাযথ ভাবে পৌঁছাতে পারেননি তারা। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির উল্লেখ করে গত ২০ মার্ভ একটি দরখাস্ত রাজ্যের মুখ্য সচিব-এর কাছে জমা দিয়েছে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত ৮ এপ্রিল মুখমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিবের তত্বাবধানে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়। এমতাবস্থায় এসএসসি সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে স্থায়ী শিক্ষকরা স্কুলগুলিতে যাচ্ছেন না। ফলে শিক্ষা ব্যবস্থার সমগ্র চাপ পার্শ্ব শিক্ষকদের উপরে এসে পড়েছে। ঠিক এই সময় সরকারকে চাপে রাখতে ঝোপ বুঝে কোপ মারার পথে অন্যান্য কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন লাগাতার স্কুল বয়কটের ডাক দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেসন-এর মুখ্য উপদেষ্টা ডাঃ আব্দুস সালাম শেখের উদ্যোগে ১৭ এপ্রিল বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে স্কুল সচল রাখার আবেদন জানানো হয়। পাশাপাশি, পার্শ্ব শিক্ষকদের আশু বেতন বৃদ্ধির দাবিও তুলে ধরা হয়। বিভিন্ন জেলার শিক্ষক নেতৃত্বের উপস্থিতিতে সংগঠনের সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি পাঞ্চালি জানা, সম্পাদক আব্দুল হক-সহ মাসুস হাসান, তন্দ্রিমা কুন্ডু, শাশ্বতী হাসান ভট্টাচাৰ্য প্রমুখ এদিন তাঁদের মূল্যবান বক্তব্য রেখে শিক্ষকদের প্রতি স্কুল সচল রাখার আবেদন জানান। সেই সঙ্গে তারা মুখমন্ত্রীর কাছে আশু বেতন বৃদ্ধির আবেদনও করেন।