আশিস কুমার ঘোষ, কলকাতা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় অনুষ্ঠিত হয়ে গেল ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা। সংস্থার সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ২০১৫ সাল থেকে এই সংস্থা ব্যাংকের কর্মীদের পরিবার ও গ্রাহকদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। মাঝে করোনাকালে এই প্রতিযোগিতা বন্ধ ছিল। এবার নবম বর্ষে প্রায় ৩৫০০ ছবি থেকে বাছাই করে ১২০টি ছবিকে মনোনীত করা হয়। এর মধ্য থেকে চারটি ক্যাটাগরিতে ৩০ জন ফটোগ্রাফারের তোলা ছবিকে পুরস্কৃত করা হয়। ৪ দিনের এই প্রদর্শনী দেখতে প্রায় ৫০০০ দর্শকের সমাগম হয়। ১৭ এপ্রিল সন্ধায় প্রদর্শনীর শেষ দিনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার, জোনাল ম্যানেজার-সহ বিভিন্ন পদাধিকারীর উপস্থিতিতে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

29 Views