আশিস কুমার ঘোষ, কলকাতা

ফোর্ট ফিট ফুডস কলকাতার বাজারে আনলো সুপার রাইস এবং ফর্টিফাইড আটা। গত ২৩ এপ্রিল বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইলেক্টোরাল অফিসার মনোজ আগরওয়াল ও ফোর্ট ফিট ফুডস এর ডিরেক্টর কাম সিইও রহত আগরওয়াল যৌথভাবে এই প্রোডাক্ট দুটির উদ্বোধন করেন। ফোর্ট ফিট ফুডস এর ডিরেক্টর কাম সিইও রহত আগরওয়াল জানান, টেকনো সার্ভ ও মিলার স ফর নিউট্রিশন-এর সহযোগিতায় সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে এই সুপার রাইস ও ফর্টিফাইড আটা প্রস্তুত করা হয়। তিনি আশা করেন স্বাস্থ্য সচেতন মানুষ এই প্রোডাক্ট দুটির গুণাবলী শীঘ্রই উপভোগ করতে পারবেন।

30 Views