আশিস কুমার ঘোষ, কলকাতা

বেসরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য নাম রুবি জেনারেল হসপিটাল। ১৯৯৫ সালের ২৫ এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই হাসপাতালের দ্বারোদঘাটন করেন। মানুষকে কম খরচে স্বাস্থ্য পরিসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে দেখতে দেখতে তিন দশক অতিক্রম করল প্রবাসী বাঙালির এই স্বপ্নের চিকিৎসাকেন্দ্র রুবি জেনারেল হসপিটাল। এটাই বোধহয় পশ্চিমবঙ্গে প্রথম প্রবাসী বাঙালি পরিচালিত বেসরকারি চিকিৎসা কেন্দ্র। ডাঃ কমল কুমার দত্ত একজন প্রতিষ্ঠিত শল্য চিকিৎসক। বর্তমানে আমেরিকার প্রবাসী। ১৯৯৫ সালে তার স্ত্রী রুবি দত্তর নাম অনুসারে এই হাসপাতালের নামকরণ করেন রুবি জেনারেল হসপিটাল। লক্ষ্য একটাই সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া। বর্তমানে হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য নাম রুবি জেনারেল হসপিটাল। ৩০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হাসপাতালের সেমিনার কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ কমল কুমার দত্ত, রুবি দত্ত, মিশনারী অফ চ্যারিটির সিস্টার মাইকেল ও সিস্টার জয়ল, দক্ষিনেশ্বর আদ্যাপীঠের দিলীপ মহারাজ। উপস্থিত ছিলেন রুবি হাসপাতালের সমস্ত বিভাগীয় চিকিৎসকরা।

23 Views