আশিস কুমার ঘোষ, কলকাতা

সাউন্ড এন্ড মাইন্ড এর উদ্যোগে গত শনিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি শিক্ষামূলক সেমিনার। অলোক ফাউন্ডেশন ও লটারি ক্লাব অফ ক্যালকাটার সহযোগিতায় এবং ওয়াইআইসিসিআই, অঙ্গনা ফাউন্ডেশন, রোটারি অ্যাকশন গ্রুপ অফ মেন্টাল হেলথ ইনিশিয়েটিভ, স্বপ্নপূরণ রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনের সমর্থনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে মানুষের মধ্যে হতাশা, মনের অসুখ ক্রমশ বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যেও এই রোগ প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। এই সমস্ত হতাশার ফলে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়ে চলেছে। এই হতাশা কিভাবে কাটিয়ে তোলা যায় সে বিষয়ে বক্তারা বিশদ আলোচনা করেন। আলোচনায় অংশ নেন রাহুল বোস, পূজা রায়, দেবযানী ঘোষ, শর্বরী সেনগুপ্ত, হেরিটেজ স্কুল ও অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্য স্টেটসম্যান পত্রিকার সিনিয়র বিজনেস এডিটর ঋত্বিক মুখার্জি।

59 Views