আশিস কুমার ঘোষ, বারাসাত
চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলে গেল বারাসাত শহরে। সোমবার বারাসাত রথতলার কাছে যশোর রোডের উপর চালু হলো হায়দ্রাবাদের নামী ডায়াগনস্টিক সেন্টার বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের ১৭১তম শাখা। এদিন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এই সেন্টারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, বারাসাত পুরসভার পুরপ্রধান, মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধান প্রমুখ। সংস্থার এ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বর্ণালী দে জানান, এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে যাবতীয় প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন এখানে নানা বিষয়ে রোগের চিকিৎসা করবেন। এমআরআই পরীক্ষার জন্য 3 Tesla মেশিন রয়েছে এখানে। এটা এই অঞ্চলে প্রথম। এর মাধ্যমে অত্যন্ত নিখুঁত পরীক্ষা সম্ভব হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এই সংস্থার এটা দ্বিতীয় সেন্টার। প্রথম সেন্টারটি রয়েছে ভিআইপি রোডের কাছে চিনার পার্কে। বারাসাতে এই সেন্টার চালু হওয়ার ফলে সন্নিহিত বনগাঁ, হাবড়া ,বসিরহাট ও ব্যারাকপুরের রোগীরা উপকৃত হবেন।