ওয়েব ডেস্ক : কলকাতায় যুদ্ধ উন্মাদনা বিরোধী নাগরিক মিছিলে হামলা করল বিজেপি। ক্রমবর্ধমান যুদ্ধের উস্কানির বিরুদ্ধে সোমবার মধ্য কলকাতার মৌলালিতে জমায়েত হয়ে কয়েক’শ নাগরিক মিছিল শুরু করেন। শান্তি ও ঐক্যের দাবিতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে ‘যুদ্ধ নয়’ আওয়াজ তুলে মিছিল করেন তারা। বিজেপি কর্মীরা-সহ দুষ্কৃতীরা এই মিছিলের ওপর হামলা চালায়। জানা গিয়েছে, বিজেপির এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। কারণ, বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় এই মিছিল নিয়ে আগেই হুমকি দিয়েছিলেন।

অভিযোগ, এদিন বিজেপি নেতা সজল ঘোষ দলবল নিয়ে এই মিছিলে হামলা চালায়। মিছিলে অংশগ্রহণকারীদের গায়ে পোড়া মোবিল ছুড়ে মারে বিজেপি কর্মীরা। অন্যদিকে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার অধিকার নিশ্চিত করার পরিবর্তে মিছিলে অংশগ্রহণকারীদের অনেককেই আটক করে পুলিশ। তাদের বাস ও পুলিশ ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এরপর লালবাজারের সামনে জড়ো হয় মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ। তারা আটক সকল কর্মীর অবিলম্বে মুক্তির দাবি করেন। পাশাপাশি, মিছিলে হামলাকারী বিজেপি কর্মী এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান।

23 Views