আশিস কুমার ঘোষ, চাতরা
বুদ্ধ পূর্ণিমায় মানুষ পুজোর আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার দক্ষিণ চাতরার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত সোমবার মানুষ পুজোর আয়োজন করা হয় এই আশ্রমে। এদিন ৬০ জন অসহায় হতদরিদ্র বৃদ্ধ-বৃদ্ধাকে নরনারায়ণ রূপে পুজো করা হয়। দু’জন বিশিষ্ট চিকিৎসক ওই বৃদ্ধ-বৃদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর তাঁদের তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। এছাড়াও দুপুরে খাইয়ে তাঁদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় বিছানার চাদর, ছাতা, শাড়ি, লুঙ্গি এবং কম্বল। সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত অভিনব এই মানুষ পুজো দেখতে আসেন বহু উৎসাহী মানুষ। চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক বিপ্লব দত্তের কথায়, এই রকম পুজোর আয়োজন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা নিজেরাও খুব আনন্দিত । ভবিষ্যতে এই ধরনের কাজে তারা আরও বেশি করে এলাকাবাসীর সহযোগিতা চান ।