রৌণক মৌলিক : আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল ইনস্টিটিউট (OIDI) এবার বিশেষ স্বীকৃতি অর্জন করল। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এড-টক ওয়ার্ল্ড কনফারেন্স ২০২৫-এ Ed-Falcon Global Awards অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে রাইজিং এড-টেক অরগানাইজেশান অফ দ্য ইয়ার ( ‘Rising EdTech Organisation of the Year’) পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এই সম্মানজনক পুরস্কারটি OIDI দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক রতনেশ মিশ্রের হাতে তুলে দেন সংযুক্ত আরব আমিরাত ইউনিভার্সিটির কলেজ অফ এডুকেশনের স্পেশাল গিফটেড এডুকেশন বিভাগের প্রধান ড. মারিয়া এফস্ট্রাটোপাউলো।
পুরস্কারটি প্রদান করা হয়েছে OIDI-এর বৈপ্লবিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক উদ্যোগের জন্য, বিশেষ করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত প্ল্যাটফর্মসমূহ যেমন Oxford English Language Level Test (OELLT), Spotlight language placement test, এবং Oxford International Pathway College (OIPC)-এর মাধ্যমে প্রস্তাবিত ব্লেন্ডেড হায়ার এডুকেশন প্রোগ্রামগুলির জন্য। এই উদ্যোগগুলির ফলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনও প্রান্ত থেকে তাঁদের ইংরেজি ভাষাগত দক্ষতা প্রদর্শন করতে পারছেন, ব্যক্তিগত মূল্যায়ন পাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ে সাফল্যের জন্য প্রস্তুত হতে পারছেন।
পুরস্কার প্রাপ্তির পর রতনেশ মিশ্র বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের ডিজিটাল শিক্ষার পরিসরে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। OIDI-তে আমরা প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও উচ্চমানের শিক্ষার সুযোগ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মান আরও দূরদর্শী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে আমাদের অনুপ্রাণিত করে’।
Ed-Falcon Global Awards প্রতি বছর EdTalk World Conference-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এবং শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন, স্কেলেবিলিটি ও প্রভাবের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়। এই দুদিনব্যাপী সম্মেলনে শিক্ষাবিদ, সরকারি প্রতিনিধি ও এডটেক পেশাজীবীরা একত্রিত হয়ে ভবিষ্যতের শিক্ষা ও প্রযুক্তির ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল ইনস্টিটিউট বা OIDI, Oxford International Education Group-এর ডিজিটাল শাখা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এডটেক-ভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য হলো সাশ্রয়ী, গুণগত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পৌঁছে দেওয়া, যা শিক্ষার্থী, শিক্ষক এবং সংস্থাগুলোর জন্য মানসম্পন্ন ও টেকসই শিক্ষার পরিবেশ তৈরি করে। প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষাক্ষেত্রে নিরবচ্ছিন্ন রূপান্তরের মাধ্যমে OIDI শিক্ষা ও পেশাগত জগতে স্থায়ী প্রভাব ফেলতে সচেষ্ট।

24 Views