ওয়েব ডেস্ক : আমাকে ও অভিষেককে টার্গেট করেছে বিজেপি। আমরা নিরাপদ নই। রবিবার এমন অভিযোগই করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এই অভিযোগ করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সোমবার একটি বড়ো বিস্ফোরণ হবে। এর ফলে তৃণমূল এবং তার শীর্ষনেতারা কেঁপে উঠবে।’

শুভেন্দুর এই ‘বড়ো বিস্ফোরণ’ মন্তব্যের একদিন পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করলেন। এদিন তিনি বলেন, বিজেপি আমাকে এবং অভিষেককে টার্গেট করছে। আমরা নিরাপদ নই। কিন্তু গেরুয়া শিবিরের ষড়যন্ত্রকেও আমরা ভয় পাই না। তৃণমূল নেতাদের এবং পশ্চিমবঙ্গের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ করতে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান তিনি।

149 Views