ওয়েব ডেস্ক : ফের রাজনীতিতে যোগ দিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা দলে যোগ দিলেন তিনি। লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রের রাজনীতিতে যুক্ত হলো গ্ল্যামারের চমক। সম্ভবত মুম্বাই উত্তর-পশ্চিম কেন্দ্রে প্রার্থী হতে পারেন গোবিন্দা। ২০০৪ সালে মুম্বাই উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন তিনি। বিজেপির রাম নায়েককে পরাজিত করেছিলেন। পরে দল থেকে পদত্যাগ করেন এবং রাজনীতি থেকে সরে যান।এদিন গোবিন্দা বলেন, আমি শিবসেনায় যোগ দিচ্ছি এবং এটা ঈশ্বরের আশীর্বাদ। ভেবেছিলাম আর রাজনীতিতে আসব না। একনাথ শিন্ডের অধীন মুম্বাই শহর এখন পরিচ্ছন্ন ও সুন্দর উল্লেখ করে তিনি বলেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের সঙ্গে তাঁর বাবা-মায়ের সুসম্পর্ক ছিল।
134 Views