ওয়েব ডেস্ক : ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে কংগ্রেস। শুক্রবার এমন প্রতিশ্রুতিই দিলেন সাংসদ রাহুল গান্ধী। সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে প্রশ্ন তুলে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ভারতে নারীর জনসংখ্যা কি ৫০ শতাংশ নয়? উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় নারীর উপস্থিতি কি ৫০ শতাংশ নয়? যদি তাই হয়, তাহলে সিস্টেমে তাদের ভাগ এত কম কেন? কংগ্রেস চায়, ‘আদি আবাদি পুরো হক’। আমরা বুঝি যে, নারীর সম্ভাবনা তখনই পুরোপুরি কাজে লাগানো হবে যখন দেশ পরিচালনায় সরকারে নারীদের সমান অবদান থাকবে। তিনি আরও বলেন, কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে, সমস্ত নতুন সরকারি চাকরির অর্ধেক নিয়োগ মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। তাঁর কথায়, আমরা সংসদে এবং বিধানসভায় মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করার পক্ষেও। রাহুল বলেন, নারীদের নিরাপদ আয়, ভবিষ্যত, স্থিতিশীলতা এবং আত্মসম্মান প্রকৃত অর্থে সমাজের শক্তি হয়ে উঠবে। সরকারি পদের ৫০ শতাংশে মহিলাদের উপস্থিতি দেশের প্রতিটি মহিলাকে শক্তি দেবে এবং শক্তিশালী মহিলারা ভারতের ভাগ্য পরিবর্তন করবে বলে তিনি উল্লেখ করেন৷ উল্লেখ্য, সাধারণ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই মহিলাদের জন্য পাঁচটি গ্যারান্টি ঘোষণা করেছিল কংগ্রেস৷

এই পাঁচটি গ্যারান্টি হলো, দলের ‘মহালক্ষ্মী’ গ্যারান্টির অধীনে প্রতিটি দরিদ্র পরিবার থেকে একজন মহিলাকে সরাসরি নগদ স্থানান্তরের মাধ্যমে এক লাখ টাকা বার্ষিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, কংগ্রেস ‘আদি আবাদি, পুরো হক’ নিশ্চিত করবে। এর অধীনে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সমস্ত নতুন নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে, ‘শক্তি কা সম্মান’ গ্যারান্টির অধীনে আশা, অঙ্গনওয়াড়ি এবং মিড-ডে মিল কর্মীদের মাসিক বেতনে কেন্দ্রের অবদান দ্বিগুণ করা হবে। এছাড়াও, ‘অধিকার মৈত্রী’ গ্যারান্টির অধীনে প্রতিটি পঞ্চায়েতে একজন ‘অধিকার মৈত্রী’ নিয়োগ করবে কংগ্রেস। এরা মহিলাদের আইনী অধিকার সম্পর্কে শিক্ষিত করতে এবং সেই অধিকার প্রয়োগে সহায়তা করার জন্য একজন প্যারা-আইন কর্মী হিসাবে কাজ করবে৷ ‘সাবিত্রী বাই ফুলে হোস্টেল’ গ্যারান্টির অধীনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দেশের কর্মজীবী ​​মহিলাদের জন্য হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে।প্রতিটি জেলায় অন্তত একটি করে এই হোস্টেল নির্মাণ নিশ্চিত করবে।

67 Views